ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ভারতীয় জাল মুদ্রাসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন- জয়নাল আবেদীন (৪০) ও লাকি ওরফে হাসিনা (২৮)।
শনিবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা মহনগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, জয়নাল ও লাকির কাছ থেকে ২০ লাখ জাল রুপি পাওয়া গেছে।
দুজনই দীর্ঘদিন ধরে জাল মুদ্রা কেনা-বেচা করে আসছিলো বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭২০ ঘ.