ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য 'বেআইনীভাবে' বৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রোববার এই রিট আবেদন করেন।
রিটে বাণিজ্য সচিব, খাদ্য সচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসককে বিবাদি করা হয়েছে।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে রোববার এই আবেদনের ওপর শুনানি শুরুর পর রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করলে শুনানি একদিন মুলতবি করা হয়। মঙ্গলবার তা আবার শুরু হবে।
আবেদনকারী সংস্থার পক্ষে শুনানিতে অংশ নেন মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন।
মনজিল মোরসেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত গঠন করে ঢাকা ও চট্টগ্রামের নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজার ও হাটবাজারগুলোর তদারকি করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৬৫৪ ঘ.