মাদারীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে চলন্ত মটরসাইকেলের সামনে থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মা।
রোববার বেলা ১২টার দিকে সদর উপজেলার চাপাতলী গ্রামের লোহারডাঙ্গা সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত পাখি বেগম (৪০) চাপাতলী গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।
মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বলেন, পাখি বেগমের ছেলে রাস্তায় দ্রুতগামী একটি মটরসাইকেলের নীতে পড়তে ধরেছিলো। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৪৫ ঘ.