মৌলভীবাজার, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুর থেকে তিন বছর ও দেড় বছর বয়সী দুই সন্তানসহ হাত-পা বাঁধা অবস্থায় এক মায়ের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার ছয়কুট গ্রামে নিজবাড়ির পুকুর থেকে পুলিশ অসিত চন্দ্র দেবের স্ত্রী শেলী রাণী দেব (৩০), ছেলে উজ্জল দেব (৩) ও দেড় বছরের মেয়ে ঐশী রাণী দেবের লাশ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য লাশগুলো মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী অসিত দেব (৪০), শাশুড়ি অঞ্জলী রাণী দেব (৬০), দেবর অজিত চন্দ্র দেব (৩২), অজয় চন্দ্র দেব (২৫) ও বিজয় চন্দ্র দেবকে (২০) আটক করা হয়েছে।
শেলীর দেবর বিজয় চন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, তার বৌদি কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। কিছুদিন আগে এই দুই শিশুকে নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েও গিয়েছিলেন।
তিনি বলেন, "ভোরে ঘরের দরজা খোলা দেখে শিশুসহ তার বৌদিকে না পেয়ে বাইরে খুঁজতে এসে আমি প্রথমে পুকুরের এক কোণে ঐশীর লাশ দেখতে পাই। পরে আরেক কোণে উজ্জ্বলের লাশও ভাসতে দেখি। পুকুরের পানিতে নেমে মৃতদেহ দু'টি তুলে আনতে গিয়ে পানির নিচে খুঁজে পাওয়া যায় বৌদির লাশ।"
তার বৌদির দুই পা শাড়ি দিয়ে বাঁধা ছিলো বলেও জানান বিজয়।
পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে হাত পা বেঁধে শেলীকে তার দুই শিশুসহ পুকুরে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেলীর বাবা বেনু ভূষণ দেব।
অবশ্য পারিবারিক কলহের কথা অস্বীকার করেছেন শাশুড়ি।
কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি হত্যা নাকি আত