উত্ত্যক্তকারীর ঘুষিতে দাঁত গেল মেয়ের বাবার

মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে উত্যক্তকারীর হাতে আহত হয়েছেন বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 04:00 AM
Updated : 17 July 2011, 04:00 AM
বাগেরহাট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে উত্যক্তকারীর হাতে আহত হয়েছেন বাবা।
উত্ত্যক্তকারী ঘুষি মেরে তার দুটি দাঁত ফেলে দিয়েছে।
রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার পাতিলাখালী গ্রামের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
উত্যক্তকারী আলতাফ হোসেন পিকলু (৩২) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো।
মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে পিকলু তার মেয়েকে দেখে অশালীন উক্তি করে এবং অপহরণের হুমকি দেয়।
মেয়ে স্কুল শেষে বাড়ি ফিরে ঘটনাটি বললে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান।
এতে ক্ষিপ্ত হয়ে আলতাফ পরদিন সকালে তার বাড়িতে এসে মেয়েকে অপহরণ ও তাকে গ্রামছাড়া করার হুমকি দিয়ে যায়।
বাড়ি এসে হুমকি দিয়ে যাওয়ার বিষয়টি আলতাফের অভিভাবককে জানানোর জন্য তিনি রোববার সকালে বাড়ি থেকে বের হন। পথে বটতলা এলাকায় আলতাফ তার পথরোধ করে এবং তাকে চড় কিল ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়।
আলতাফের ঘুষিতে তার দুটি দাঁত পড়ে যায়। তিনি প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
পাতিলাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামুল হাদি জানান, আলতাফ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বিডিআর (বর্তমানে বিজিবি) থেকে চাকুরীচ্যুত হয়ে এলাকায় ফেরার পর থেকে সে মেয়েদের উত্যক্ত করে।
বেপরোয়া ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় মান সম্মানের ভয়ে এলাকার কেউ তার এ সব কাজে প্রতিবাদ করে না।
এ ঘটনায় পুলিশ আলতাফকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৫৫৭ ঘ.