নাটোর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বনপাড়া-হাটিকুমরুল সড়কে বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মসলেম উদ্দিন (৪৫) বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার ইউসুফ হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস মসলেমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মসলেমের বেকারি ব্যবসা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৪৬ ঘ.