বেলকুচিতে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 03:34 AM
Updated : 17 July 2011, 03:34 AM
সিরাজগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাঘ বাওড়াচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।
রোববার সকালে দিকে এ সংঘর্ষ ঘটে।
এলাকাবাসী জানায়, বাঘ বাওড়াচরের বাসিন্দা আব্দুস সাত্তার ও আব্দুস সবুরের মধ্যে ৩ শতক আবাদি জমি নিয়ে বিরোধ রয়েছে।
সবুর শনিবার সন্ধ্যায় গ্রামের বাজারে গেলে সাত্তারের সঙ্গে ঝগড়া হয়। রোববার সকাল ৮টার দিকে চরের নৌকা ঘাটে উভয়ের মধ্যে আবার কথা কাটাকাটির শুরু হয়। একপর্য়ায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
আহতদের মধ্যে উভয় পক্ষের লোকই রয়েছে। এদের মধ্যে সবুর, হযরত আলী, শহিদুল ইসলাম ও আইভি খাতুনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং সাত্তারকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে জেনেছি আহতরা হাসপাতালে ভর্তি হয়েছে। কেউ অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৩১ ঘ.