চাঁদপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের স্থগিতাদেশ বেড়ে যাওয়ায় চাঁদপুর পৌরসভা নির্বাচন নিয়ে জটিলতা কাটছে না।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ নির্বাচনের ওপর আরো তিন মাস স্থগিতাদেশ দেয়।
আগামী ৩১ জুলাই চাঁদপুর পৌরসভার নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু পুরান বাজারের বাসিন্দা মঞ্জুরুল ইসলামের একটি রিট আবেদনে আদালতের স্থগিতাদেশ আসে।
তার আবেদনে এর আগেও দুই দফা তফসিল স্থগিত করা হয়েছিলো। তাই ১৮ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি দুই বার নির্বাচনের তারিখ ঠিক হলেও তা হয়নি।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আব্দুল মতিন খসরু ও মো. মনিরুজ্জামান।
মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, চাঁদপুর পৌর নির্বাচন নিয়ে আগের রিট অনুযায়ী আদালত হালনাগাদ ভোটার তালিকা করে নির্বাচনের আদেশ দিয়েছিলো। কিন্তু তা অসম্পূর্ণ থাকায় তিন মাসের জন্য আবার স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫০৬ ঘ.