মাদারীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত ও তার কক্ষ ভাংচুরের প্রতিবাদে শিক্ষকরা রোববার কর্মবিরতি পালন করেছে।
সকাল ৯টায় শিক্ষকরা কালোব্যাজ পরে কর্মবিরতি পালন করে।
শিক্ষকরা জানায়, একাদশ শ্রেণীতে আসন সংখ্যার অতিরিক্ত ২০০ ছাত্র-ছাত্রী ভর্তি করার দাবিতে গত ১৩ জুলাই বহিরাগত শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. দানেশ মিয়াকে লাঞ্ছিত করে। তার কার্যালয়ে ভাংচুর চালায় এবং বিক্ষোভ করে। ওই সময় তারা অধ্যক্ষের কার্যালয়ের কক্ষের জানালাসহ আসবাবপত্র ভাংচুর করে।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শহীদুল্লাহ বলেন, ওই ঘটনার প্রতিবাদে শিক্ষক পরিষদের এক বিশেষ সভার সিদ্ধান্তে কর্মবিরতি ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি জানান, বর্তমানে কলেজে একাদশ শ্রেণীতে আসন সংখ্যা এক হাজার ৪০০।
কলেজের ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন অনিক বলেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের নির্বাচনী এলাকার এই কলেজে একাদশ শ্রেণীতে অতিরিক্ত ২০০ আসন বাড়ানোর জন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেন।
এরপর কলেজে কর্তৃপক্ষ গত ১১ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর ২০০ আসন বৃদ্ধির আবেদন করে। তবে এখনো অনুমোদন পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৫৬ ঘ.