সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জ জেলা শহরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 02:54 AM
Updated : 17 July 2011, 02:54 AM
সিরাজগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা শহরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার মোক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এরপর অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং প্রায় ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
ছিনতাইয়ের শিকার বিউটি ওয়াচের মালিক প্রদীপ কুমার ঘোষকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চার জন হলেন- শহরের দিয়ারবৈদ্যনাথ মহল্লার রাসেল, তার খালাতো ভাই গয়লা মহল্লার বাদশা, একই এলাকার হাকিম ও বুলবুল।
সদর থানার উপপরিদর্শক মোসাদ্দেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রদীপ রাত ১০টার দিকে দোকান বন্ধ করে ১২ লাখ টাকা নিয়ে স্টেশন রোড থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। মোক্তারপাড়া মহল্লার আর্ট ইনস্টিটিউটের সামনে ৬/৭ জন অটোরিকশা নিয়ে এসে তাকে কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে শহরের অদূরে নলছাপাড়া সেতুর কাছে ছিনতাইকারীরা টাকা ভাগাভাগির সময় স্থানীয়রা রাসেলকে ৭৩ হাজার টাকাসহ আটক করে বলে মোকাদ্দেস জানান।
তার দেওয়া তথ্যে ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
ছিনতাইয়ে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা মোকাদ্দেস জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৪ ঘ.