টাঙ্গাইল, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় ভটভটি চালকসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হন তিন জন।
রোববার দুপুর ১২টার দিকে মির্জাপুরের সোহাগপাড়া-কলিমাজানী সড়কের ভানুয়াবহ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন ভটভটি চালক কলিমাজানী গ্রামের আব্দুল ওহাব (৩২), একই গ্রামের সখিনা বেগম (৬৫), পথহারা গ্রামের আব্দুর রহমান ও চান্দুলী গ্রামের সজনী ঘোষ।
দুর্ঘটনার পরপরই নিহতদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।
আহতদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ভানুয়াবহ রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ভটভটি রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, গত কয়েক মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় এই রেল ক্রসিংয়ের গেটম্যানরা চাকরি ছেড়ে চলে গেছে। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/২০৩২ ঘ.