রিজার্ভের ওপর চাপ কেটে যাবে, আশা গভর্নরের

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়লেও জুন মাস থেকে আমদানি ব্যয় কমে আসায় শিগগিরই পরিস্থিতি পাল্টে যাবে বলে আশা করছেন গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 01:52 AM
Updated : 17 July 2011, 01:52 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি ব্যয় মেটাতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়লেও তা এখনো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেনি বলে মনে করেছেন গভর্নর আতিউর রহমান। জুন মাস থেকে আমদানি ব্যয় কমে আসায় শিগগিরই পরিস্থিতি পাল্টে যাবে বলেও আশা করছেন তিনি।
আমদানি ব্যয় মেটাতে গিয়ে রিজার্ভের ওপর চাপ পড়া সংক্রান্ত একটি প্রতিবেদন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিলো ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার। সপ্তাহ খানেক আগে তা ১ হাজার ১০০ কোটি ডলারে উঠেছিলো। কিন্তু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৮৩ কোটি ৮০ লাখ ডলারের আমদানি দেনা মেটানোর পর তা নেমে আসে।
আগামী দু-এক মাসের মধ্যে যদি রিজার্ভ না বাড়ে আর আমদানি ব্যয় বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকে তাহলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হবে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় রিজার্ভের ওপর চাপ আছে ঠিক। তবে এখনি উদ্বেগেরও কিছু নেই।
"জুন মাস থেকে আমদানি ব্যয়ের নিম্নমুখী ধারা পরিলক্ষিত হচ্ছে। আশা করছি, আগামীতেও তা অব্যাহত থাকবে। রেমিটেন্স প্রবাহও ঊর্ধ্বমুখী। রপ্তানি খাতে ইতিবাচক ধারা তো আছেই। সবমিলিয়ে আগামীতে চাপ কমে আসবে", বলেন তিনি।
বৃহস্পতিবার রিজার্ভ এক হাজার ডলারে নেমে এলেও রোববার সকালেই তা বেড়ে ১ হাজার ১৭ কোটি ৬২ লাখ ডলার হয়েছে বলে জানান গভর্নর।
বর্তমান রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটাতে কোনো সমস্যা হবে বলে মনে করেন না তিনি।
গভর্নর বলেন, ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার রয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের বিদেশি ঋণ নিতে উৎসাহিত করা হচ্ছে।
কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বিদেশি একটি ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদনের কথা জানিয়ে তিনি বলেন, "এ ধরনের ঋণ নিলে একদিকে যেমন উদ্যোক্তাদের কম সুদ দিতে হবে। অন্যদিকে রিজার্ভের ওপর চাপও কমবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৩৪২ ঘ.