মালয়েশিয়ায় কোকোর খোঁজ জানে না হাই কমিশন

মুদ্রাপাচার মামলায় দণ্ডিত আরাফাত রহমান কোকো কোথায় কীভাবে আছেন- সে বিষয়ে কিছু জানেন না মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2011, 06:56 AM
Updated : 24 Jan 2015, 10:02 AM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামিম আহসান মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মালয়েশিয়ায় আমাদের হাই কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, গণমাধ্যমে কী প্রকাশিত হয়েছে- সে বিষয়ে কিছুই তিনি জানেন না।"

এর আগে সকালে ঢাকার থাইল্যান্ড দূতাবাসে এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিনাশ্যারোয়েন বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে কোকো থাইল্যান্ডে নেই, তিনি রয়েছেন মালয়েশিয়ায়।

কোকো থাইল্যান্ডে নেই- বিভিন্ন সূত্র থেকে এমন খবর পাওয়া গেলেও এই প্রথম দায়িত্বশীল কোনো কর্মকর্তা তা নিশ্চিত করলেন।

২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর ওই বছরের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোকোও গ্রেপ্তার হন।

পরে সরকারের নির্বাহী আদেশে ২০০৮ সালের ১৭ জুলাই ছাড়া পান তিনি। এর এক দিন পরই চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো।

এরপর কোকোর বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে একটি মামলা হয়। সে মামলায় গত ২৩ জুন তাকে ছয় বছর কারাদণ্ড দেয় আদালত। সেই সঙ্গে ১৯ কোটি টাকা জরিমানাও করা হয়।

কোকো থাইল্যান্ড যাওয়ার পর তার মুক্তির মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও বর্তমান সরকার গত বছর তা আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর কোকোকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।