মানিকগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, অভাব অনটন নয়, নৈতিক অবক্ষয়ই দুর্নীতির মূল কারণ। দেশের সব প্রতিষ্ঠানেই কমবেশি দুর্নীতি রয়েছে।
দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ে মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১১টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, "জেলা প্রশাসনেও দুর্নীতি রয়েছে তা অস্বীকার করার কোন উপায় নেই।"
দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, "কোন ধর্মই দুর্নীতিকে সমর্থন করে না। তাই ধর্মীয় মূল্যবোধ দিয়ে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে।"
জেলা প্রশাসক মুনশী শাবুদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাসুদ করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. নাসির উদ্দিন কণ্ঠশিল্পী সৈয়দ হায়দার আলী ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১টার দিকে সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত দুর্নীতি প্রতিরোধের উপায় বিষয়ক এক সভায় অংশ নেন দুদক চেয়ারম্যান।
এ সভায় তিনি বলেন, "স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নৈতকতার জাগরণ ঘটাতে হবে। দুর্নীতি ও নৈতিকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ নিতে হবে।"
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৫৫ ঘ.