এরশাদই পেলো এরিককে

হেফাজত চেয়ে মা বিদিশার মামলা খারিজ হয়ে যাওয়ায় শাহতাব জারাব এরিক এখন বাবা এইচ এম এরশাদের কাছেই থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2011, 04:10 AM
Updated : 27 March 2011, 04:10 AM
ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেফাজত চেয়ে মা বিদিশার মামলা খারিজ হয়ে যাওয়ায় শাহতাব জারাব এরিক এখন বাবা এইচ এম এরশাদের কাছেই থাকবে।
বিদিশার করা মামলাটি রোববার ঢাকার ১৫তম সহকারী জজ শাম্মী আকতার খারিজ করে দেন। তবে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বিদিশার আইনজীবী আব্দুল মান্নান খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত নিরপেক্ষ বিচার করেননি। এ আদেশটি দেওয়ার সময় স্পষ্টত এরশাদের পক্ষ নিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।"
২০০৯ সালের ২৭ মে এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা বাদি হয়ে ঢাকার জেলা জজ আদালতে নাবালক সন্তান এরিককে হেফাজতে নেওয়ার জন্য এরশাদকে বিবাদি করে ১৯৮৫ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশের অধীনে মামলাটি করেন।
গত ২ ফেব্র"য়ারি একই বিচারক এরিককে ডেকে নিয়ে শোনেন- সে বাবা এরশাদ, না মা বিদিশার কাছে থাকবে।
মামলায় বাদি ও বিবাদি উভয় পক্ষে দুই জন করে আদালতে সাক্ষ্য দেন।
রোববার রায় ঘোষণার সময় আদালতে এরশাদকে দেখা গেলেও বিদিশা ছিলেন না।
এদিকে এরশাদের বিরুদ্ধে বিদিশার দায়ের করা ৬০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬১১ ঘ.