ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে পাহাড়ি জনগণ।
শনিবার সকালে খাগড়াছড়ি জজ আদালত এলাকা এবং রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে এই মানববন্ধন পালিত হয়।
"ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই"- এই দাবি নিয়ে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন স্থানে একইদিন মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার সংসদের গণমাধ্যমকেন্দ্রে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাবে।
নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সংজ্ঞায়িত করা হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, একঘণ্টার মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা হয়। এরপর খাগড়াছড়ি জেলা প্রশাসক আনিস-উল-হক ভূঁইয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
প্রজ্ঞাবীর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, ভারত প্রত্যাগত জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, দুর্বার নেটওয়ার্ক চট্টগ্রাম অঞ্চলের সভানেত্রী শেফালিকা ত্রিপুরা, কক্সবাজার প্রতিনিধি শাহানা আক্তার, উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের খাগড়াছড়ি সভানেত্রী লালসা চাকমা, খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশন সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, খাগড়াছড়ি জেলা কার্বারী অ্যাসোসিয়েশন সম্পাদক রনিক ত্রিপুরা, মারমা উন্নয়ন সংসদের চাইথোয়াই মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি সুনেন্দা মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি সাধন ত্রিপুরা প্রমুখ।
রাঙামাটি প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের কার্যালয়ের পাশে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে প্রায় তিন হাজার পাহাড়ি মানববন্ধনে অংশ নেয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম 'ক' অঞ্চল শাখার উদ্যোগে একঘণ্টার মানববন্ধন পালিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মংসানু চৌধুরী, জাতীয় মানবধিকার সংস্থার সদস্য নিরূপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতা শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য মহিলা সমিতির সাধারণ সম্পাদক জরিতা চাকমা প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা সংশোধিত সংবিধানে আধিবাসী হিসেবে স্বীকৃতি না দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবিধানে তারা আদিবাসী হিসেবে স্বীকৃতি না পেলে বৃহত্তর আন্দোলনে হুমকি দেন।
এদিকে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ থেকেও মানববন্ধন পালনের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.