ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। তারা বলছে, উদ্ভূত সমস্যার সমাধান অন্যভাবেও করা যেত।
নোবেল বিজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংক প্রধানের পদ থেকে অপসারণের একদিন পর বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, "এ ক্ষেত্রে (ইউনূসকে অপসারণ) যে প্রক্রিয়া অবলম্বর করা হয়েছে, তাতে আমাদের সরকার বিচলিত।"
"ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তিনি একজন নোবেল বিজয়ী। সম্মানজনক পদ্ধতিতে এ সমস্যার সমাধান করা যেত", বলেন তিনি।
এর ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পারিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না- জানতে চাওয়া হলে মরিয়ার্টি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
যুক্তরাষ্ট্র তথা দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে মুহাম্মদ ইউনূসের সুসম্পর্ক রয়েছে। ইউনূসের আমন্ত্রণে হিলারি (মন্ত্রী হওয়ার আগে) বাংলাদেশ সফরেও এসেছিলেন।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অব্যাহতির আদেশ বুধবার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
তবে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে গেছেন নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি। বৃহস্পতিবার তিনি রিট আবেদন দায়েরের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের তিন-চতুর্থাংশ পরিচালকও কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪৪৫ ঘ.