ইউনূস অপসারিত

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে অপসারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2011, 04:52 AM
Updated : 18 April 2016, 07:06 PM

বাংলাদেশ ব্যাংক বুধবার ইউনূসকে অপসারণের এ আদেশ জারি করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের (প্রোটকল শাখা) উপ মহা ব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এ সংক্রান্ত আদেশ আমার হাতে পৌঁছাবে বলে আশা করছি।"

১৯৮৩ সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে ইউনূস এ দায়িত্বে ছিলেন।

নির্ধারিত বয়সের বেশি সময় বেসরকারি ব্যাংকের প্রধান পদে থাকার কারণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি ইউনূসকে ওই পদ ছাড়ার আহ্বান জানান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।

গত বছরের ডিসেম্বর মাসে নরওয়ের টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে গ্রামীণ ব্যাংক থেকে এর সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ফান্ডে বিপুল পরিমাণ তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠে।

দেশে বিদেশে ব্যাপক আলোচনার ঝড় ওঠে ওই প্রামাণ্যচিত্র প্রচারের পর। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকারদলীয় কয়েকজন নেতা বিভিন্ন বিষয় নিয়ে ইউনূসের সমালোচনায় মুখর হন।

গ্রামীণ ব্যাংক বিষয়ে ওঠা অভিযোগ পর্যালোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কমিটি করেছে।