কক্সবাজারে নামার সময় চাকা ফাটলো বিমানের

কক্সবাজারে অবতরণের সময় বিমানের একটি এয়ারবাসের চাকা ফাটলেও এর যাত্রীরা অক্ষত আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2011, 03:34 AM
Updated : 17 Feb 2011, 03:34 AM
কক্সবাজার, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে অবতরণের সময় বিমানের একটি এয়ারবাসের চাকা ফাটলেও এর যাত্রীরা অক্ষত আছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানটি ঢাকা থেকে কক্সবাজার আসে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক (স্টেশন ম্যানেজার) মাহমুদ আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে এয়ারবাসটি রানওয়ের 'টাচিং পয়েন্ট' অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর পেছনের দুই দিকের দুটি চাকা ফেটে যায়।
পেছনের অন্য দুটি চাকার ওপর ভর করে বিমানটিকে নির্ধারিত স্থানে আনা হয় জানিয়ে তিনি বলেন, তখন যাত্রীরা নিরাপদে নেমে পড়েন।
বিমানটির চাকা মেরামতের কাজ চলছে। এরপর এটি ঢাকায় ফিরে যাবে বলে আখতার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.