মাদ্রাসায় দেশসেরা দারন্নাজাত সিদ্দীকিয়া

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশসেরা ফল করেছে রাজধানীর ডেমরার দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2011, 05:24 AM
Updated : 26 Dec 2011, 05:24 AM
ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশসেরা ফল করেছে রাজধানীর ডেমরার দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
এই মাদ্রাসার ১৪৭ শিক্ষার্থী ইবতেদায়ী সমাপনীতে অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।
নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার এবং অনুপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যার ভিত্তিতে প্রাথমিকের মতো ইবতেদায়ীতেও দেশের সেরা ২০ মাদ্রাসার তালিকা করা হয়েছে। এই হিসেবে দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা পেয়েছে ৫৯ দশমিক ৮০ পয়েন্ট।
দেশ সেরা মাদ্রাসার মধ্যে ৫২ দশমিক ৭৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল (এম এ) মাদ্রাসা।
শীর্ষ ২০ এর বাকি মাদ্রাসাগুলো হলো- তানযীমুল উম্মাহ ক্যাডেট দাখিল মাদ্রাসা (৫১.৩৬), হাজি আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ( ৪৮.৮৭), নোয়াখালীর মিরওয়ারিশপুর সিনিয়র মাদ্রাসা (৪৬.০৪), খুলনার দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা (৪৫.৮১), টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (৪৫.৩৬), নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা (৪২.৬৫), চট্টগ্রামের বড়হাতিয়া মালপুকুরিয়া কামিল মাদ্রাসা (৪১.৪৮), সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা (৪০.৬৪), ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা (৩৯.৭০), কুমিল্লার বিপুলাসার ফাজিল মাদরাসা (৩৯.০৯), পাবনার পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা (৩৮.৪৩), চট্টগ্রামের মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া (৩৮.৩৬) ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা (৩৬.০৬), খুলনা আলিয়া (কামিল) মাদ্রাসা (৩৫.৫৫), ডেমরার তা’মীরুল কামিল মাদ্রাসা (৩৫.৪০), লক্ষীপুরের বশিকপুর ডি এস ইউ কামিল মাদ্রাসা (৩৫.১৩) ও লক্ষীপুর বাইতুল আমিন এবতেদায়ী মাদ্রাসা (৩৫.০৪) এবং কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসা (৩৫.০৩)।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। গত ২৩ থেকে ৩০ নভেম্বর সারা দেশে এ পরীক্ষা হয়।
এ বছর প্রাথমিকে ৯৭ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এবারই প্রথম সমাপনী পরীক্ষার ফল গ্রেড পদ্ধতিতে দেওয়া হয়েছে।
এবার সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ছাত্র-ছাত্রীকে টেলেন্টপুলে এবং ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৭২১ ঘ.