বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের কম্পিউটার উপহার

বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০টি শুল্কমুক্ত কম্পিউটার উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2011, 07:23 AM
Updated : 10 Dec 2011, 07:23 AM
বেনাপোল, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০টি শুল্কমুক্ত কম্পিউটার উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
শনিবার বিকালে বেনাপোল চেকপোস্টে এগুলো গ্রহণ করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক বাহিনীর ক্যাপ্টেন আরিফ।
ক্যাপ্টেন আরিফ সাংবাদিকদেরকে জানান, “ভারতীয় সেনাবাহিনীর পক্ষে সেনা সদস্য কেওয়াল সিং ৫০টি কম্পিউটার আমার হাতে তুলে দিয়েছেন।”
তিনি বলেন, গত জুন মাসে ভারতের সেনাপ্রধান জেনারেল ভি কে সিং চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে আসেন।
ওই সময় ভি কে সিং বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০টি শুল্কমুক্ত কম্পিউটার দেওয়ার প্রতিশ্র“তি দেন।
ক্যাপ্টেন আরিফ আরো জানান, কম্পিউটারগুলো বেনাপোল বন্দরে রাখা আছে। রোববার কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ওগুলো চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির কাছে (বিএমএ) হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯১৭ ঘ.