চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল শুরু

বন্ধ হওয়ার সাড়ে তিনঘণ্টা পর চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2011, 05:59 AM
Updated : 8 Jan 2011, 05:59 AM
চাঁদপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ হওয়ার সাড়ে তিনঘণ্টা পর চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী 'সাগরিকা এক্সপ্রেস' ট্রেনটি চাঁদপুর স্টেশনের কাছে ছায়াবাণী এলাকায় বিকল হয়ে যায়।
সন্ধ্যা ৬টার দিকে মেরামতের পর আবার চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায় বলে জানান চাঁদপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আলী আজম।
সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ছায়াবাণী এলাকা অতিক্রমকালে যান্ত্রিক ত্র"টি দেখা দেয়। এরপর থেকে চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
যাত্রীবাহী এই ট্রেনটির দ্বিতীয় শ্রেণীর একটি বগির নিচে 'হেঙার আই ভোল্ট' নামের একটি যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় ট্রেনটি বিকল হয়ে পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/ডিডি/২১৩৮ ঘ.