হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় সাঈদীর রিমান্ড
Published: 01 Aug 2010 03:10 PM BdST Updated: 01 Aug 2010 03:10 PM BdST
হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো দুই দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ হয়েছে।
ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো দুই দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম এসকে তোফায়েল হাসান এ আদেশ দেন।
২০০৪ সালে রমনা থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির।
তিন দফায় ছয়দিন জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষ হলে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান আরো পাঁচদিন জিজ্ঞাসাবাদে নেওয়ার আবেদন জানান।
এ সময় সাঈদীর পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা নাকচ করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এর আগে রিমান্ডে দেলাওয়ার হোসেন সাইদীর কাছ থেকে হুমায়ুন আজাদ হত্যা চেষ্টার অনেক তথ্য পাওয়া গেছে। ঘটনা আরো পরিষ্কার হওয়ার জন্য তাকে জেএমবি প্রধান সাইদুর রহমান এবং জেএমবির সাংগঠনিক প্রধান ভাগ্নে শহীদের মুখোমুখি করা দরকার। তাই তাকে আরো পাঁচদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আরো বলা হয়, ২০০৩ সালের ২০ নভেম্বর দৈনিক ইত্তেফাকের ঈদ সংখ্যায় ড. হুমায়ুন আজাদের লেখা উপন্যাস 'পাক সার জমিন সাদ বাদ' প্রকাশিত হয়। এরপর থেকেই সাঈদী তার বিভিন্ন ওয়াজ মাহফিল, জাতীয় সংসদ ও অন্যান্য জায়গায় হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন। তাকে কটাক্ষ করে দেশে ব্লাসফেমি আইন করার মতামত দেন।
২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাতে বাংলা একাডেমীর বইমেলা থেকে বাসায় ফেরার পথে একাডেমীর উল্টো দিকের রাস্তায় হুমায়ুন আজাদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা।
চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন আজাদ সাংবাদিকদের কাছে এ আক্রমণের পিছনে মৌলবাদি জঙ্গি সংগঠন এবং দেলওয়ার হোসাইন সাঈদীর জড়িত থাকার কথা বলেন।
হুমায়ুন আজাদ ২০০৪ সালের ১১ আগস্ট জার্মানির মিউনিখে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২১০৩ ঘ.
রোববার ঢাকার মহানগর হাকিম এসকে তোফায়েল হাসান এ আদেশ দেন।
২০০৪ সালে রমনা থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির।
তিন দফায় ছয়দিন জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষ হলে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান আরো পাঁচদিন জিজ্ঞাসাবাদে নেওয়ার আবেদন জানান।
এ সময় সাঈদীর পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা নাকচ করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এর আগে রিমান্ডে দেলাওয়ার হোসেন সাইদীর কাছ থেকে হুমায়ুন আজাদ হত্যা চেষ্টার অনেক তথ্য পাওয়া গেছে। ঘটনা আরো পরিষ্কার হওয়ার জন্য তাকে জেএমবি প্রধান সাইদুর রহমান এবং জেএমবির সাংগঠনিক প্রধান ভাগ্নে শহীদের মুখোমুখি করা দরকার। তাই তাকে আরো পাঁচদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আরো বলা হয়, ২০০৩ সালের ২০ নভেম্বর দৈনিক ইত্তেফাকের ঈদ সংখ্যায় ড. হুমায়ুন আজাদের লেখা উপন্যাস 'পাক সার জমিন সাদ বাদ' প্রকাশিত হয়। এরপর থেকেই সাঈদী তার বিভিন্ন ওয়াজ মাহফিল, জাতীয় সংসদ ও অন্যান্য জায়গায় হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন। তাকে কটাক্ষ করে দেশে ব্লাসফেমি আইন করার মতামত দেন।
২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাতে বাংলা একাডেমীর বইমেলা থেকে বাসায় ফেরার পথে একাডেমীর উল্টো দিকের রাস্তায় হুমায়ুন আজাদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা।
চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন আজাদ সাংবাদিকদের কাছে এ আক্রমণের পিছনে মৌলবাদি জঙ্গি সংগঠন এবং দেলওয়ার হোসাইন সাঈদীর জড়িত থাকার কথা বলেন।
হুমায়ুন আজাদ ২০০৪ সালের ১১ আগস্ট জার্মানির মিউনিখে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২১০৩ ঘ.
আরও পড়ুন
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
রায়ের পর নির্যাতিত সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত
-
জন্মদিনে শুভেচ্ছাসিক্ত রদওয়ান
-
ওয়াশিংটনে নানা বৈঠকে পররাষ্ট্রের সংসদীয় কমিটি
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর শেখ হাসিনার
-
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
সাম্প্রতিক খবর
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা
-
ডিজিটাল নিরাপত্তা আইন: তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ
-
বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
-
ঢাকায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো
-
হজযাত্রীদের কোভিড পরীক্ষা বিনামূল্যে
মতামত
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা