আমার দেশ প্রকাশক 'আটক'

বাংলা দৈনিক আমার দেশ এর প্রকাশক হাশমত আলী হাসুকে নিরাপত্তা সংস্থার লোকেরা ধরে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2010, 04:10 AM
Updated : 1 June 2010, 04:10 AM
ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা দৈনিক আমার দেশ এর প্রকাশক হাশমত আলী হাসুকে নিরাপত্তা সংস্থার লোকেরা ধরে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
পরিবারের একাধিক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের কথা বলে মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি সংস্থার ৩-৪ জন সদস্য শাহজাহানপুরের বাসা থেকে তাকে নিয়ে গেছে।
পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দুপুর ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "গোয়েন্দা সংস্থা এনএসআই এর লোকজন প্রকাশক হাশমত আলীকে ধরে নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক আমার বিরুদ্ধে মামলা করানোর চেষ্টা করছে।"
তবে পুলিশ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।
মাহমুদুর রহমান বলেন, ''আমাদের প্রকাশককে সকালে তার বাসা থেকে তারা তুলে নিয়ে গেছে। আমি জানতে পেরেছি তাকে এখন ওই গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আটক করে রাখা হয়েছে। তাকে দিয়ে আদালতে একটি মামলা করানো হবে বলেও আমি আশঙ্কা করছি।"
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা