৫৮ লাখ বাংলাদেশি ১০০ দেশে কর্মরত

বিশ্বের একশরও বেশি দেশে ৫৮ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2010, 07:54 AM
Updated : 23 March 2010, 07:54 AM
ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের একশরও বেশি দেশে ৫৮ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্মীর এ সংখ্যা মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে জানান কর্মসংস্থানমন্ত্রী।
"এছাড়া ইমিগ্র্যান্ট, রেসিডেন্স, স্টুডেন্ট ও ভিজিট ভিসায় গমন করে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন দেশে অবস্থান করছে," বলেন মোশাররফ।
তবে বিদেশে কতোজন বাংলাদেশি অবস্থান করছেন তার সঠিক সংখ্যা নির্ধারণে কোনো সুনির্দিষ্ট শুমারি হয়নি বলেও জানান তিনি।
ভবিষ্যতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সঠিক সংখ্যা নিরূপণে শুমারির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
বিকাল সোয়া ৫টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমদের লিখিত প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, "বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সঠিক সংখ্যা নিরূপনে সুনির্দিষ্ট শুমারি হয়নি। ভবিষ্যতে এ বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে।"
২০১০ সালের জানুয়ারি পর্যন্ত দেশওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী রয়েছে সৌরি আরবে (১৮ লাখ ৯৬ হাজার সাতশ ৩৬ জন), দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাতে (১৪ লাখ ১২ হাজার তিনশ ৭৬ জন) এবং তৃতীয় অবস্থানে মালয়েশিয়ায় (পাঁচ লাখ ১৩ হাজার জন)।
এছাড়া যুক্তরাজ্যে তিন লাখ ৫৯ হাজার সাতশ ১৬ জন, যুক্তরাষ্ট্রে দুই লাখ ৫০ হাজার ৬৭ জন, সিঙ্গাপুরে দুই লাখ ২৩ হাজার ছয়শ ৭৭ জন, ওমানে দুই লাখ ৬১ হাজার ১০৫ জন, কুয়েতে দুই লাখ ৩৬ হাজার ১৩ জন, কাতারে এক লাখ ২৪ হাজার তিনশ নয় জন বাংলাদেশি কর্মী রয়েছে।
৪৬টি দেশে ৫৭ লাখ ৬৫ হাজার সাতশ ৮৫ জন এবং আরো বিভিন্ন দেশে ৬৭ হাজার তিনশ ৮১ জনসহ ৫৮ লাখ ৩৩ হজার একশ ৬৬ জন বাংলাদেশি কর্মীর পরিসংখ্যান তুলে ধরেন কর্মসংস্থানমন্ত্রী।
ঢাকা-১০ এর সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে বাংলাদেশি জনশক্তি রপ্তানি হয়।
এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, ইতালী, যুক্তরাজ্য, ব্র"নাই, মরিশাস, ইরাক, রুমানিয়া, জাপান, আলজেরিয়া, ইয়েমেন, দক্ষিণ কোরিয়া অন্যতম।
ইউরোপ ও আফ্রিকার শ্রমবাজার স