ভোলা-৩ এ উপ-নির্বাচন
Published: 03 Feb 2010 12:40 PM BdST Updated: 03 Feb 2010 12:40 PM BdST
ভোলা-৩ আসন শূন্য ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রজ্ঞাপন জারির ব্যবস্থাও করা হয়েছে। তা প্রকাশের ৯০ দিনের মধ্যেই এ আসনে উপ-নির্বাচন হবে।
ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসন শূন্য ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রজ্ঞাপন জারির ব্যবস্থাও করা হয়েছে। তা প্রকাশের ৯০ দিনের মধ্যেই এ আসনে উপ-নির্বাচন হবে।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার ইসির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
গত বছর হাইকোর্ট এক রায়ে ভোলা-৩ এর আওয়ামী লীগ সংসদ সদস্য মো. জসিমউদ্দিনের সদস্য পদ অবৈধ ঘোষণা করে।
চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক) যাওয়ার পর পাঁচ বছর অতিবাহিত হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ায় আদালত এ আদেশ দেয়।
এর পর থেকেই নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজউদ্দিন আহমদ পুনর্নির্বাচন না করে তাকে নির্বাচিত ঘোষণা করার দাবি করে আসছে।
সাখাওয়াত সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায় অনুসরণে ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দেওয়া হবে। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন করা হবে।"
ইসি সচিবালয়ের যুগ্মসচিব (আইন) নুরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসন শূন্য করে ইসির সিদ্ধান্তের এই প্রজ্ঞাপন ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। আরেকটি কপি পাঠানো হয়েছে স্পিকারকে।
নুরুল ইসলাম আরো বলেন, "গেজেট আকারে প্রকাশের পর থেকে মো. জসিম উদ্দিন আর সংসদ সদস্য থাকবেন না।"
আসন শূন্য হওয়ার বিষয়ে জাতীয় সংসদের কার্য প্রণালী বিধিতে (১৭৮ এর ২ উপধারা) বলা হয়েছে, ইসি কোনো সদস্যকে অযোগ্য অথবা তার আসন শূন্য ঘোষণার সিদ্ধান্ত নিলে তিনি আর সদস্য থাকবেন না।
সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হাফিজকে হারিয়ে জসিম উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন।
কিন্তু সামরিক বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরের পাঁচ বছর অতিবাহিত হওয়ার আগেই জসিম নির্বাচন করেছেন- এ অভিযোগে হাফিজ আদালতে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/১৮৩০ ঘ.
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার ইসির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
গত বছর হাইকোর্ট এক রায়ে ভোলা-৩ এর আওয়ামী লীগ সংসদ সদস্য মো. জসিমউদ্দিনের সদস্য পদ অবৈধ ঘোষণা করে।
চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক) যাওয়ার পর পাঁচ বছর অতিবাহিত হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ায় আদালত এ আদেশ দেয়।
এর পর থেকেই নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজউদ্দিন আহমদ পুনর্নির্বাচন না করে তাকে নির্বাচিত ঘোষণা করার দাবি করে আসছে।
সাখাওয়াত সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায় অনুসরণে ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দেওয়া হবে। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন করা হবে।"
ইসি সচিবালয়ের যুগ্মসচিব (আইন) নুরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসন শূন্য করে ইসির সিদ্ধান্তের এই প্রজ্ঞাপন ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। আরেকটি কপি পাঠানো হয়েছে স্পিকারকে।
নুরুল ইসলাম আরো বলেন, "গেজেট আকারে প্রকাশের পর থেকে মো. জসিম উদ্দিন আর সংসদ সদস্য থাকবেন না।"
আসন শূন্য হওয়ার বিষয়ে জাতীয় সংসদের কার্য প্রণালী বিধিতে (১৭৮ এর ২ উপধারা) বলা হয়েছে, ইসি কোনো সদস্যকে অযোগ্য অথবা তার আসন শূন্য ঘোষণার সিদ্ধান্ত নিলে তিনি আর সদস্য থাকবেন না।
সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হাফিজকে হারিয়ে জসিম উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন।
কিন্তু সামরিক বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরের পাঁচ বছর অতিবাহিত হওয়ার আগেই জসিম নির্বাচন করেছেন- এ অভিযোগে হাফিজ আদালতে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/১৮৩০ ঘ.
আরও পড়ুন
-
দেশে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
-
‘সর্বাত্মক লকডাউনে’ মানুষ-গাড়ি চলছে দেদার
-
মামুনুল হক সাতদিনের রিমান্ডে
-
আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ
-
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাইকোর্টে
-
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার
-
সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি
-
জামিনে থাকা যাবে আরো ২ সপ্তাহ
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- সুপার লিগে খেললেই নিষিদ্ধ ‘বার্সা-রিয়ালসহ ১১ ক্লাব’
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের