বিনোদ বিহারীর জন্ম শতবর্ষে তিনদিনের উৎসব

ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামে তিনদিনব্যাপী উৎসব শুক্রবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2010, 10:17 AM
Updated : 5 Jan 2010, 10:17 AM
চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামে তিনদিনব্যাপী উৎসব শুক্রবার শুরু হচ্ছে।
'উৎসব ও শপথের আহবান- শতাঞ্জলি' শীর্ষক এই উৎসবে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও গণসংবর্ধনার আয়োজন থাকছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে জন্মশতবর্ষ উৎসব উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় পরিষদের সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন উৎসবের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানান।
মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বিনোদ বিহারী চৌধুরী আগামী ১০ জানুয়ারি রোববার একশ' বছরে পা রাখবেন।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান উৎসবের উদ্বোধন করবেন।
শেষ দিন রোববার বিকেলে জে এম সেন হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের।
প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকালে জেএম সেন হলের মাস্টারদা সূর্য সেন মঞ্চে 'শতাব্দীর সূর্য' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী হবে।
পরদিন সকাল ১০ টায় মুসলিম হলে 'শতবর্ষের আলোকে বাংলা ও বাঙালি ১৯১০-২০১০' শীর্ষক আলোচনায় বক্তব্য রাখবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান, গবেষক সৈয়দ আবুল মকসুদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. ভারতী রায়, অধ্যাপক গোলাম মুস্তাফা, মফিদুল হক, মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তপতী মুখোপাধ্যায়, প্রবন্ধকার যতীন সরকার, মাহবুবুল হক ও শান্তনু কায়সার।
শেষদিন রোববার সকালে নগরের ডিসি হিলের নজরুল মঞ্চে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করাবেন। বিকাল সাড়ে চারটায় জেএম সেন হল প্রাঙ্গণে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এমএসবি/২২১৬ ঘ.