সোয়াইন ফ্লু পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক বৃহস্পতিবার

দেশে সোয়াইন ফ্লু পরিস্থিতি পর্যালোচনা করে এ ব্যাপারে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসছে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ বিষয়ে সাংবাদিকের ব্রিফ করবেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2009, 08:26 AM
Updated : 19 August 2009, 08:26 AM
ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লু পরিস্থিতি পর্যালোচনা করে
এ ব্যাপারে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসছে।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ বিষয়ে সাংবাদিকের ব্রিফ করবেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবারের পর দেশে আর কোনও সোয়াইন ফ্লু আক্রান্তের খবর পাওয়া যায় নি। তবে সোয়াইন ফ্লু'র সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে করণীয় নির্ধারণেই বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা হবে।"
দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ৭৪-এ দাঁড়িয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে আইইডিসিআর।
ভারতে সোয়াইন ফ্লু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় বাংলাদেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য যেকোনও পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতেও প্রস্তুতি নেওয়া হয়েছে।
দেশে আইইডিসিআর এর অধীনে সোয়াইন ফ্লু আক্রান্তদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।
ভারতে সোয়াইন ফ্লুতে এক সপ্তাহে অন্তত ২০ জনের মৃত্যু হওয়ার পর এর এর সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ভারতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে দেড় হাজার।
আইইডিসিআর-এর পরিচালক মাহমুদুর রহমান জানান, সোয়াইন ফ্লু আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/এইচএ/২১৩০ ঘ.