জিয়াউর রহমানের সাবেক উপদেষ্টা সুবিমল দেওয়ান মারা গেছেন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, আদিবাসী নেতা সুবিমল দেওয়ান বৃহস্পতিবার রাতে রাঙামাটির কলেজ গেট এলাকার বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2009, 08:49 AM
Updated : 3 July 2009, 08:49 AM
রাঙামাটি, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, আদিবাসী নেতা সুবিমল দেওয়ান বৃহস্পতিবার রাতে রাঙামাটির কলেজ গেট এলাকার বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার ছেলে জেলা বিএনপির আহ্বায়ক দীপেন দেওয়ান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার বাবা সুবিমল মারা যান।
মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে এবং নাতি-নাতিনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুবিমল দেওয়ানের মৃত্যুর খবর পাওয়ার পর রাঙামাটিতে শোকের ছায়া নেমে আসে। সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মত দেখার জন্য ভিড় জমায়।
দুপুরে আসাম বস্তির শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সুবিমল দেওয়ান ১৯১৬ সালে জুরাছড়ি উপজেলার চকপটি ঘাট মৌজায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সাল থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এফপিএবি রাঙামাটি জেলার সভাপতি এবং কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬২ থেকে ১৯৭০ সাল পর্যন্ত প