সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক পশু সম্পদমন্ত্রী সুনীল কুমার গুপ্তর অন্তষ্টিক্রিয়া শুক্রবার বিকেলে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর সিহিপাশা গ্রামের পারিবারিক শ্মশানে সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2009, 09:52 AM
Updated : 1 May 2009, 09:52 AM
বরিশাল, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক পশু সম্পদমন্ত্রী সুনীল কুমার গুপ্তর অন্তষ্টিক্রিয়া শুক্রবার বিকেলে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর সিহিপাশা গ্রামের পারিবারিক শ্মশানে সম্পন্ন হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুছ, আগৈলঝাড়ার ইউএনও দীপক কুমার বিশ্বাস, গৌরনদী উপজেলা চেয়ারম্যান শাহে আলম খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মি এবং বিভিন্ন শ্রেণী ও পেশার অসংখ্য মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল পৌঁনে ৪ টার দিকে তালুকদার মোঃ ইউনুছ সড়ক পথে সুনীল কুমার গুপ্তর মরদেহ সিহিপাশা গ্রামে নিয়ে আসেন।
জেলা প্রশাসক মোঃ মসিউর রহমান জানান, সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। কিন্তু গেজেটে নাম না থাকায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা জানান, সুনীল কুমার গুপ্ত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৫।
কয়েকমাস আগে থেকেই তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভূগছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।।
তিনি ১৯৮১ সালেও জিয়া সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৪৮ ঘ.