বেসামরিক বিমান চলাচল সচিব জোবায়েরের মৃত্যু

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব সৈয়দ জোবায়ের (৫৪) বুধবার মারা গেছেন। মঙ্গলবার রাতেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এই সচিবকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2009, 01:28 AM
Updated : 25 March 2009, 01:28 AM
ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব সৈয়দ জোবায়ের (৫৪) বুধবার মারা গেছেন। মঙ্গলবার রাতেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এই সচিবকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়।
২৬ ফেব্র"য়ারি শেষ অফিস করা জোবায়ের ২৭ ফেব্র"য়ারি হৃদরোগ নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
৭৯ ব্যাচের কর্মকর্তা সৈয়দ জোবায়ের শিল্প মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালের ২৫ ফেব্র"য়ারি তিনি বিমান মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তিনি সচিব হিসেবে পদোন্নতি পান।
সৈয়দ জোবায়ের ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক (সম্মাণ) এবং পরের বছর ১৯৭৫ সালে তিনি একই বিষয়ে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৫৫ সালে নাটোরে তার গ্রামের পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৩১৯ ঘ.