ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ২৪ডটকম)-জয়পুরহাট শহরের স্বর্ণ ব্যবসায়ী ফরিদুল ইসলামকে (৩৩) অপহরণের একদিন পর হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টায় শহরের পূরবী আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাহ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারি ফরিদকে গত ৪ মার্চ বিকেলে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার ম্যানেজারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা ও ৬ ভরি স্বণালংকার আদায় করে।
এরপরও ফরিদকে মুক্তি না দেওয়ায় তার পরিবার সদর থানায় অপহরণ মামলা দায়ের করে।
ফরিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ পূরবী আবাসিক হোটেলের ম্যানেজার কমল কুমারকে গেপ্তার করেছে।
বিডিনিউজ২৪ডটকম/প্রতিনিধি/এইচএ/০০৪৪ঘ.