খুলনা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নগরীর খালিশপুর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নিহত কামাল হোসেন (১৯) শহরের বিআইডিসি রোডে স্বর্ণের ব্যবসা করতেন।
খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কামালকে অপহরণ করে। পরে তাকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করা হয়।
এসআই জানান, সকাল ৭টার দিকে খালিশপুর রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন কবরস্থানের কাছ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৪ ঘ.