বাঁশখালী হত্যা মামলায় জড়িয়ে আলোচিত আমিন চেয়ারম্যান কারাগারে

বাঁশখালী ১১ হত্যা মামলায় জড়িয়ে আলোচিত কালীপুর ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2008, 06:08 AM
Updated : 7 July 2008, 06:08 AM
চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশখালী ১১ হত্যা মামলায় জড়িয়ে আলোচিত কালীপুর ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদাবাজিসহ পৃথক দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বাঁশখালী বিচার বিভাগীয় হাকিম জয়নাল আবেদিন।
আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যান সাবেক বিএনপি সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই।
২০০৩ সালে ১৮ নভেম্বর বাঁশখালীর সাধনপুরে শীলপাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনায় দায়ের মামলায় তাকে প্রধান আসামি করা হয়। তবে মামলার অভিযোগপত্রে তাকে বাদ হয়।
অভিযোগপত্রের ব্যাপারে বাদী বিমল কুমার শীলের আপত্তি আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত চলছে।
বাঁশখালী বিচার বিভাগীয় আদালতের জেনারেল রোস্টার অফিসার (জিআরও) মোহাম্মদ হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারামারি, চাঁদাবাজি ও হত্যার অভিযোগে করা পৃথক তিনটি মামলায় জামিনের আবেদন করেন আমিন চেয়ারম্যান। আদালত মারামারির মামলায় তাকে জামিন দিলেও বাকি দুটিতে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৭৫৪ ঘ.