এ বিষয়ে শুনানিতে আদালত বলেছে, রাষ্ট্রদূতের ওই বক্তব্য ‘বিব্রতকর অবস্থায় ফেলেছে’।
হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৯টার দিকে ওই তরুণকে কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওই তরুণের পরিচয় জানতে পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, তাকে আঘাতকারীকে শনাক্ত করতেও ওই এলাকার সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হচ্ছে।