ঢাকায় কোথায় কখন লোডশেডিং

ঢাকার কোন এলাকায় কখন লোড শেডিং হবে, সেই সূচি ঘোষণা করেছে দুই বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড(ডেসকো)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2022, 04:42 PM
Updated : 19 July 2022, 01:56 PM

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকেই সারাদেশে প্রতিদিন সূচি ধরে অন্তত এক ঘণ্টা করে বিদ্যুতের লোড শেডিং শুরু হচ্ছে।

জ্বালানি সঙ্কটে বিদ্যুতের উৎপাদন কমিয়ে আনতে লোড শেডিংয়ে বাধ্য হচ্ছে সরকার। মানুষের যাতে সমস্যা কম হয়, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ যাতে পায়, সেজন্যই সূচি ঠিক করে এলাকাভিত্তিক লোড শেডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিপিডিসি ও ডেসকো নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবারের লোড শেডিংয়ের সূচি প্রকাশ করেছে। দেশের বাকি এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা বাকি চার কোম্পানিও আলাদাভাবে নিজেদের সূচি গ্রাহকদের জানিয়ে দেবে।

ঢাকায় সম্ভাব্য লোড শেডিংয়ের সময় ধরা হয়েছে সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে। সম্ভাব্য লোড শেডিংয়ের মোট পরিমাণ ধরা হয়েছে ১০০ মেগাওয়াটের মতো।

রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দ্বায়িত্বে রয়েছে ডিপিডিসি। এ কোম্পানির গ্রাহক প্রায় সাড়ে ১৫ লাখ।

আর রাজধানীর মিরপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, বাড্ডা, টঙ্গী ও পূর্বাচলসহ প্রায় ঢাকা ও গাজীপুরের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকায় বিদ্যুৎ বিতরণ করে ডেসকো। প্রায় ১১ লাখ গ্রাহক রয়েছে তাদের।

ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ জায়গায় দিনে একবার লোড শেডিংয়ের সূচি দেওয়া হয়েছে, অর্থাৎ এক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। তবে কিছু কিছু এলাকার একাধিকবার লোড শেডিং অর্থাৎ এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

ডিপিডিসি এলাকায় লোড শেডিংয়ের সূচি

আদাবর

 

আজিমপুর

 

বনশ্রী

 

বাংলাবাজার [তালিকা প্রকাশ করা হয়নি]

বংশাল [তালিকা প্রকাশ করা হয়নি]

 

ডেমরা

 

ধানমন্ডি

 

ফতুল্লা

 

জিগাতলা

 

জুরাইন

 

কাকরাইল

 

কামরাঙ্গীরচর

 

কাজলা

 

খিলগাঁও

 

লালবাগ

 

মানিকনগর

 

মাতুয়াইল

 

মগবাজার

 

মতিঝিল [তালিকা প্রকাশ করা হয়নি]

মুগদাপাড়া

 

নারায়ণগঞ্জ (পূর্ব)

 

নারায়ণগঞ্জ (পশ্চিম)

 

নারিন্দা

 

পরীবাগ

 

পোস্তগোলা

 

রাজারবাগ

 

রমনা

 

সাতমসজিদ

 

শ্যামলী

 

শেরে বাংলা নগর

 

শ্যামপুর

 

সিদ্ধিরগঞ্জ

 

শীতলক্ষ্যা

 

স্বামীবাগ

 

তেজগাঁও

 

ডেসকো এলাকায় লোড শেডিংয়ের সূচি

 

পুরনো খবর: