দেশে ফিরেছেন ৬৫০১ জন হাজি, আরও এক বাংলাদেশির মৃত্যু

হজ শেষে তিন দিনে ৬ হাজার ৫১০ জন বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2022, 05:39 AM
Updated : 17 July 2022, 05:39 AM

বৃহস্পতি থেকে শনিবার রাত পর্যন্ত বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৮টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। শেষ ফ্লাইট আসবে ৪ আগস্ট।

এদিকে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে মক্কায়; এ নিয়ে চলতি হজ মৌসুমে ২১ বাংলাদেশির মৃত্যু হল সেখানে।

মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানায়, শনিবার মারা যাওয়া ৫৮ বছর বয়সী ব্যক্তির নাম মোরশেদ হাসান সিদ্দিকী, তার বাড়ি ঢাকা জেলায়।

মারা যাওয়া ২১ জনে মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ১৭ জন মারা যান মক্কায়, ৩ জনের মৃত্যু হয় মদিনায়, আর জেদ্দায় একজন মারা গেছেন।

আইটি হেল্পডেস্ক জানায়, হজে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত মোজাম্মেল হক নামে এক বাংলাদেশি মদিনার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সচিব মোজাম্মেল হক হাসপাতালে তাকে দেখতে গেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

তবে কীভাবে করে ওই দুর্ঘটনা হয়েছিলে, সে বিষয়ে মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো তথ্য জানান হয়নি।

কোভিড মহামারীর ভয়বহতা পেরিয়ে দুবছর পর কিছুটা বড় পরিসরে হজ হয়েছে এবার। বিভিন্ন দেশের ১০ লাখ মুসলমানকে এবার হজে অংশ নেওয়ার সুযোগ দেয় সৌদি আরব। বাংলাদেশ থেকে হজ করার সুযোগ পেয়েছেন ৬০ হাজার মানুষ।