কোরবানির পশুর হাট ঘিরে নিরাপত্তায় র‌্যাব

হাটসহ কোরবানির পশু বহনকারী যানবাহনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জানিয়ে র‌্যাব বলছে, অনলাইনে কোরবানির পশু কেনাবেচার বিষয়ও তারা দেখভাল করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2022, 05:01 PM
Updated : 7 July 2022, 05:01 PM

বৃহস্পতিবার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, ঈদকে সামনে রেখে তারা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “যেখানেই অন্যায় দেখা যাবে, সেখানেই র‌্যাব যাবে। ওষুধ প্রয়োগ করে গরু মোটাতাজা যারা করে থাকে, তাদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট চিকিৎসককে নিয়েও মাঠে কাজ করছে র‌্যাব।”

জাল টাকা ধরতে হাটে হাটে মেশিন বসানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “টাকা নিয়ে কারও কোনো সন্দেহ থাকলে বা কোনো তথ্য থাকলে আপনারা র‌্যাবকে জানাবেন।”

কোরবানির পশু বহনকারী ট্রাক বা হাটে চাঁদাবাজি ঠেকাতে তৎপরতার কথা বলতে গিয়ে র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, “আমরা কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেই না। তাদের কোনো ছাড় নেই। আমরা গোপনে তাদের ব্যাপারে নজরদারি করছি।”

মহাসড়কে বাইক চালানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তও যথাযথভাবে পালনে র‌্যাব কাজ করবে।