প্রতীকী ছবি
ইকবাল উদ্দিন আহমেদ ওই চিকিৎসক একাই ওই ফ্ল্যাটে ছিলেন। অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বড় মগবাজার এলাকায় একটি বহুতল ভবনের সপ্তম তলায় ওই চিকিৎসক থাকতেন।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ খবর পেয়ে তালা ভেঙে ওই ফ্ল্যাটে ঢুকে ইকবালের লাশ উদ্ধার করা হয়।
ইকবাল (৭২) চিকিৎসক হিসেবে দীর্ঘদিন সৌদি আরবে কাজ করেছেন। দেশে ফিরে এই ফ্ল্যাটে স্ত্রী-মেয়েকে নিয়ে ওঠেন তিনি।
পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, মেয়ে পিএইচডি করার জন্য ১৫ দিন আগে কানাডায় যায়, সঙ্গে মাকেও নিয়ে যান তিনি। তারপর থেকে ফ্ল্যাটে একাই ছিলেন ইকবাল।
লাশ উদ্ধারের সময় ইকবালের জামাতা আরিফুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি পুলিশকে বলেছেন, কয়েকদিন ধরেই তার শ্বশুরকে ফোনে পাওয়া যাচ্ছিল না।
ইকবালের লাশটি বাথরুমে পড়ে ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “মনে হচ্ছে অসুস্থ হয়ে বাথরুমে পড়ে মারা গেছেন তিনি।”