এ বছর হজে গেছেন ৬০,১৪৬ বাংলাদেশি

বাংলাদেশ থেকে এ বছর হজ করতে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 07:23 AM
Updated : 6 July 2022, 07:23 AM

বুধবার ধর্মমন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ৫ জুন থেকে ১৬৫টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার গেছে হজের শেষ ফ্লাইট।

বাংলাদেশের জন্য সৌদি সরকারের নির্ধারিত কোটা এবার ৬০ হাজার হলেও অতিরিক্ত ১৪৬ জন হজ ব্যবস্থাপনার সদস্য বলে জানিয়েছে মন্ত্রণালয়।

করোনাভাইরাস মহামারী সামলে দুই বছর এবার হজ করার সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা। শুক্রবার সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭ ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন ৬৪ ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন, আর  ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪ ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী পরিবহন করেছে।

বাংলাদেশ থেকে কোটার ৬০ হাজার যাত্রীর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ১১৫ এবং বেসরকারিভাবে ৫৫ হাজার ৮৮৫ জন  হজে গেছেন। হজ শেষে তাদের দেশে ফেরা শুরু হবে ১৪ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ৪ অগাস্ট।

এদিকে হজে গিয়ে সোমবার আরও এক বাংলাদেশির মৃত্যুর খবর জানিয়েছে মন্ত্রণালয়।

মো. আব্দুল মোত্তালিব নামে ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি নওগাঁ জেলায়।

এ নিয়ে এখন পর্যন্ত ১৩ হজযাত্রীর মৃত্যুর তথ্য জানাল মন্ত্রণালয়। এর মধ্যে নয়জন পুরুষ আর চারজন নারী।