ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালা তৈরির সুপারিশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনায় একটি নীতিমালা তৈরির সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 01:41 PM
Updated : 4 July 2022, 01:41 PM

সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশগত বিশেষ অডিট রিপোর্ট (২০১৭-১৮ অর্থবছর) নিয়ে আলোচনা হয়।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার কাজে আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) নির্মাণের মাধ্যমে জনগণ যেন সুফল পায়, সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়মিত মনিটরিং, রিপোর্টিং ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটরের’ ওপর গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে সদস্য মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন ও মুস্তফা লুৎফুল্লাহ অংশ নেন।