সর্বশেষ রোববার খয়রব হোসেন নামের ৫৫ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে। তার বাড়ি রংপুর জেলায়।
বাংলাদেশ থেকে গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল, মঙ্গলবার ঢাকা থেকে শেষ ফ্লাইট ছেড়ে যাবে।
এবার সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে গেছেন। তাদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী ।
মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ থেকে যারা হজে গেছেন, তাদের মধ্যে ৪১ থেকে ৬০ বছর বয়সীদের সংখ্যা বেশি। ১৮ বছরের কম বয়সীদের সংখ্যা সবচেয়ে কম।
হজযাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি, ২৯ দশমিক ৬০ শতাংশ গৃহিনী। আর সবচেয়ে কম অবসরপ্রাপ্তরা, ৪ দশমিক ৯৮ শতাংশ।
মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজযাত্রীদের ৩৭ শতাংশই ঢাকা বিভাগের। আর সবচেয়ে কম, ২ শতাংশ মানুষ গেছেন সিলেট বিভাগ থেকে।
হজ হবে ৮ জুলাই। এর আগে আগামী বুধবার মিনায় অবস্থান নেওয়ার মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা।
৮ জুলাই তারা আরাফাতের ময়দানে সমবেত হয়ে হজের মূল আনুষ্ঠানিকতায় যোগ দেবেন। ৯ জুলাই পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে এবারের হজ।
হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, যা ৪ অগাস্ট পর্যন্ত চলবে।
পুরনো খবর