ভিসা অব্যাহতি চুক্তি হচ্ছে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে

বাংলাদেশ ও ব্রাজিল সরকারের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ‘অন অ্যারাইভাল ভিসায়’ ভ্রমণের সুযোগ দিতে চুক্তির খসড়ায় সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2022, 11:52 AM
Updated : 3 July 2022, 11:52 AM

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, “বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ইমিডিয়েটলি একটা চুক্তি স্বাক্ষর হবে যে- কূটনীতিক এবং অফিসিয়াল কর্মকর্তা-কর্মচারীরা যারা বিদেশ ভ্রমণ করবে, তারা যেন ভিসা ছাড়া অন অ্যারাইভাল ভিসাতে ভ্রমণ করতে পারেন; সেজন্য এটা নিয়ে এসেছে, কেবিনেট এটা এগ্রি করে দিয়েছে।” 

এ সপ্তাহের মধ্যেই চুক্তি স্বাক্ষর করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাজিল যাবেন বলেও জানান তিনি।