ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, সর্বশেষ বৃহস্পতিবার মোছা. ফাতেমা বেগম নামে ৫৯ বছর বয়সী এক নারী মারা যান। এ পর্যন্ত মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন নারী এবং পাঁচজন পুরুষ।
আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। সেজন্য গত ৫ জুন থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৮ হাজার ১৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন এবং ৪৪ হাজার ৭৮৬ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
কোভিড মহামারীর কারণে দুবছর বিরতির পর এবার মোট ৬০ হাজার বাংলাদেশির হজে যাওয়ার সুযোগ মিলেছে।
হজের আগে ঢাকা থেকে শেষ ফ্লাইট যাবে ৩ জুলাই। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, যা ৪ অগাস্ট পর্যন্ত চলবে।
পুরনো খবর