প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ৭ সংস্থার এপিআই

সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সাতটি সংস্থা ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 07:14 PM
Updated : 30 June 2022, 07:15 PM

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস প্রধান অতিথি এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন কার্যালয়গুলোর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো ও আশ্রয়ন-২ প্রকল্প চুক্তিতে সই করে।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, এপিএতে পুরস্কার ও শাস্তি দুটিই রাখা উচিত।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।