চার বছরের কাজ ১০ বছরেও শেষ না হওয়ায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন একের পর এক দুর্ঘটনা সড়কে চলাচলকারীদের মধ্যেও আতঙ্ক ধরিয়েছে।
মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪০ হাজার ৮৪৮ জন হজে গেছেন।
তাদের মধ্যে সর্বশেষ মঙ্গলবার মো. আব্দুল গফুর মিয়া নামে একজনের মৃত্যু হয়। ৬১ বছর বয়সী এই বৃদ্ধ টাঙ্গাইলের বাসিন্দা।
চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৬০ হাজার বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১১৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জন।
সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট।
আরও খবর