সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে বাইক, তরুণের মৃত্যু

রাজধানীতে শিক্ষা ভবনের সামনে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2022, 06:41 AM
Updated : 29 June 2022, 07:14 AM

মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে মোহাইমিনুল ইসলাম সিফাত নামের ২০ বছর বয়সী ওই তরুণকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

উত্তর মানিকদি এলাকার হানিফ খন্দকারের ছেলে সিফাত বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছিলেন। রাতে দুই বন্ধুর সঙ্গে  মোটরসাইকেলে করে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

মোহাইমিনুলকে ঢাকা মেডিকেলে নিয়ে যান তার বন্ধু ফুয়াদ, তিনিও ওই মোটরসাইকেলে ছিলেন।

তিনি জানান, মোটরসাইকেলে করে পুরান ঢাকায় খেতে গিয়েছিলেন তারা তিন বন্ধু। তাদের সঙ্গে থাকা মেহেদীও দুর্ঘটনায় আহত হয়েছেন।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, “এ ঘটনায় আমরা ট্রাকটি জব্দ করেছি, চালককেও আটক করেছি। তবে দুর্ঘটনায় ট্রাক চালকের কোনো দোষ নেই। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে আরোহী চলন্ত ট্রাকের নিচে চলে গেলে এই ঘটনা ঘটে।

“মোহাইমিনুলের পরিবারের লোকজনও জানিয়েছেন, তাদের কোনো অভিযোগ নেই। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ বিনা ময়নাতদন্তে লাশ পরিবারকে দিয়ে দিচ্ছে।”