সিলেট থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

বন্যাকবলিত সিলেটের হজযাত্রীদের সুবিধায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 08:17 AM
Updated : 28 June 2022, 08:17 AM

মঙ্গলবার সকাল ১০টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করে সিলেটের প্রথম হজ ফ্লাইট। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর দেড়টায় জেদ্দা পৌঁছাবে।

মঙ্গলবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সিলেট থেকে পরবর্তী হজ ফ্লাইটটি আগামী ৩০ জুন জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার মানুষ হজে যাবেন। এর মধ্যে বিমান ৩০ হাজার হজযাত্রী পরিবহন করবে। সিলেট-জেদ্দা রুটে ২টি ফ্লাইটসহ এ বছর হজে যাওয়ার জন্য মোট ৬৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানের অর্থ পরিদপ্তরের পরিচালক ও উপসচিব নওসাদ হোসেন।

বন্যার কারণে ছয় দিন বন্ধ ছিল ওসমানী বিমানবন্দর। গত ২৩ জুন থেকে বিমানবন্দরটিতে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।