এবার সরকারি ইনজেকশনসহ ঢাকা মেডিকেলের কর্মচারী নেতা গ্রেপ্তার

দেড় মাসের ব্যবধানে সরকারি চিকিৎসা সামগ্রীসহ গ্রেপ্তার হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আরেক কর্মচারী নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 03:19 PM
Updated : 27 June 2022, 03:19 PM

সোমবার দুপুরে সরকারি ইনজেকশন পাচারের সময় র‌্যাবের একটি দলের কাছে হাতেনাতে ধরা পড়েন ঢাকা মেডিকেলের ফার্মাসিস্ট ইসমাঈল হোসেন (৩৪)।

ইসমাঈলের কাছ থেকে প্রায় দুইশ অ্যাম্পুল নেলবান ইনজেকশন উদ্ধার করা হয়। তিনি বহির্বিভাগের ঔষধাগারের ইনজেকশন সেকশনের দ্বায়িত্বে ছিলেন।

ইসমাঈল হোসেন ঢাকা মেডিকেলের তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক।

সোমবার দুপুরে বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে আটক করার পর তাকে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম বলেন, “তার (ইসমাঈল) বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”

সোমবার সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, “তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এর আগে ৯ মে চুরি করা ব্যাগভর্তি সার্জিক্যাল সুতাসহ ঢাকা মেডিকেলের ২১৪ নম্বর (সার্জারি) ওয়ার্ডের কর্মী আব্দুল হাকিমকে (৪০) গ্রেপ্তার করা হয়।

হাকিম বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ঢাকা মেডিকেল শাখার সমজাকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক।