কোভিডে আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারক: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের ১২ জন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 06:55 AM
Updated : 27 June 2022, 06:55 AM

সোমবার সকালে আদালতের কার্যক্রমের শুরুতে তিনি বলেন, ১২ জন বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আদালত পরিচালনা ‘কষ্টকর হয়ে যাচ্ছে’।

এ পরিস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনায় অন্যান্য বিচারক ও আইনজীবীদের সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা একশর নিচেও ছিল বেশ কিছু দিন। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবার বাড়ছে।

রোববার সকাল পর্যস্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে দুইজনের।

সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, “করোনার সংক্রমণ বাড়ছে। আমরা আতঙ্কিত না হলেও চিন্তিত। তবে সতর্ক অবস্থায় আছি। আমরা করোনা পরীক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি। আমরা দ্বিতীয় ডোজ দেওয়া প্রায় শেষ করেছি।”